- অধ্যক্ষের বাণী

আনোয়ার হোসেন পাটোয়ারী
অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ০৯ নং শুভপুর ইউনিয়নের দক্ষিন বল্লভপুর এ ১৯৪৮ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন ‘দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয়’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি এবং পরবর্তিতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজ শাখা। জেলা থেকে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কে পাশে শহরের প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত এই প্রতিষ্ঠানটি ৭.৮০ একর জমি জুড়ে অবস্থিত।
এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান।
বর্তমানে এখানে বিদ্যালয় ও কলেজ শাখায় মিলে ১০৪০ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১ জন অধ্যক্ষ, ১ জন সহকারি প্রধান শিক্ষক, ২ জন সহকারী অধ্যাপক ও ০৮ জন প্রভাষক ,১২ জন সহকারি শিক্ষক , ৫ জন খন্ডকালিন শিক্ষক কর্মরত রয়েছেন। বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ১০টি শাখা রয়েছে । বিদ্যালয়ের প্রাত্যহিক কার্যক্রম সকাল ৯টা ৪৫ মিনিটে এসেম্বলির মাধ্যমে শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়।
তবে বিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ এর তত্ত্বাবধানে সম্মানিত শিক্ষকমণ্ডলী নিয়মিত শ্রেণি কার্যক্রমের বাইরে বিদ্যালয়ে অতিরিক্ত ১ ঘণ্টা কর্মরত থাকেন যা তাদের পাঠদান কার্যক্রমকে আরও সুনিবিড়ভাবে সম্পাদন করতে সাহায্য করে।
প্রতিষ্ঠানের ৪টি একাডেমিক ভবনে রয়েছে ২২টি প্রশস্ত শ্রেণিকক্ষ ৩টি হল রুম রয়েছে। প্রতিষ্ঠানের সম্মুখভাগে অবস্থিত সুবিশাল খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা, প্রাত্যহিক এসেম্বলি, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অনুশীলন সহ নানা সমাজসেবা মূলক কাজে ব্যবহৃত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ফলাফলের এক সোনালী অতীত। বিভিন্ন সময়ে প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত প্রধান অধ্যক্ষ সহ উচ্চ শিক্ষিত ও নিবেদিত শিক্ষকমণ্ডলী আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে প্রত্যয়দীপ্ত হয়ে পাঠদান করেছেন যা কালের পরিক্রমায় আজও গতিশীল।
আধুনিককালে শিক্ষকগণ ডিজিটাল কন্টেন্টে ক্লাস প্রেজেন্টেশন করে শিক্ষার্থীদেরকে পাঠে অধিকতর মনযোগী করতে সক্ষম হয়েছেন। এখানে বি, এন, সি, সি; রেড ক্রিসেন্ট, স্কাউট, ও গার্লস গাইড এর কার্যক্রম সফল ভাবে চালু রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন, শিক্ষা সফর সহ সকল সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীরা সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়াস পাচ্ছে।
দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অনিবার্য বাস্তবতার বহুবিধ রূঢ়তার মুখোমুখি হয়ে খানিকটা জৌলুস হারিয়ে ফেললেও ইতোমধ্যেই সে হৃত গৌরব পুনরুদ্ধারে নানাবিধ কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং অনেকখানি সফলতাপ্রাপ্তও হয়েছে। যার অংশ হিসেবে বিগত বছর গুলোতে জে এস সি, এস,এস,সি,এইচ এস সি পরীক্ষায় উল্লেখযোগ্য এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাছাড়া, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি সহ বেশ কিছু কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।
আনোয়ার হোসেন পাটোয়ারী
প্রিন্সিপাল
দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয়